• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

ডিবির অভিযানে ৪ ঘণ্টার মধ্যে হত্যাকান্ডের মুল হোতা সুমন গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:
মেয়েদেরকে ইভটিজিং করা নিয়ে সৃষ্ট বিরোধে বখাটের চাকুর আঘাতে নিতহ সাঈদ মিয়া (১৭)হত্যাকান্ডের মুল হোতা সুমন মিয়াকে (১৭) মামলা দায়ের করার ৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ।
জানা যায় ০২ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের ফুল বাড়িয়া থানাধীন দেওখোলা বাজার এলাকায় মেয়েদেরকে ইভটিজিং করা নিয়ে সাঈদ (১৭) ও শ্রাবনের (১৭)কথা কাটাকাটি হয় বখাটে সুমনের সাথে। কথাকাটির এক পর্যায়ে বখাটে সুমন সাঈদ ও শ্রাবণকে চাকু দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা সাঈদ ও শ্রাবণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার সন্দ্যা সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করে।
পরে বুধবার রাতেই এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মেদ ভুঞা আসামিদের দ্রুত গ্রেফতারের লক্ষে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি ফারুক হোসেনের দিক নির্দেশনায় এসআই পরিমল চন্দ্র সরকার মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার মাত্র ৪ ঘন্টার মধ্যে হত্যা কান্ডের মুল হোতা বখাটে সুমনকে গ্রেফতার করে। বৃহস্প্রতিবার সন্দ্যা পোনে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের নবাগত ওসি ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন বাকি আসামিদেরকের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads